নেত্রকোনায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনায় বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত দয়াল বিড়ি ও  নিউ দয়াল বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ নভেম্বর) কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা অভিযানটি পরিচালনা করেন।

তিনি জানান, সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে একটি মহল লোকচক্ষুর অন্তরালে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানের মূসক চালানবিহীন বিড়ি পৌঁছে দিচ্ছে। এই গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর বাজারে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারে ৪ টি দোকানে থাকা মোট ৪৮ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত দয়াল বিড়ি ও  নিউ দয়াল বিড়ি জব্দ করা হয়।

নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় ও মজুদের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৪ টি মামলায় নগদ মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা। এছাড়াও ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় জড়ালে জেলহাজতে প্রেরন করা হবে বলে সতর্ক করেন তিনি।

পরে জব্দকৃত মালামাল উপজেলা অফিসে নিয়ে পুড়িয়ে ধংস করা হয়।