বিদায় দক্ষিণ আফ্রিকার, সেমিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বিদায় দক্ষিণ আফ্রিকার, সেমিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

বিদায় দক্ষিণ আফ্রিকা

ইংলিশদের বিপক্ষে জয় পেয়েও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো দক্ষিণ আফ্রিকা। ১৮৯ রানের বড় সংগ্রহের পর সেমিফাইনাল নিশ্চিত করতে ইংল্যান্ডকে ১৩১ বা তার কমে আটকে রাখাতে হতো দক্ষিণ আফ্রিকার। তবে সেটি আর হলো না।

প্রোটিয়ারা ১০ রানে জিতলেও সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া শেষ চারে জায়গা করে নিল। ৫ ম্যাচ করে খেলে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রত্যেকের পয়েন্ট ৮।

কিন্তু রান রেটে ​ইংলিশরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। আর তৃতীয় পজিশনে থেকে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো প্রোটিয়াদের।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে প্রোটিয়ারা। সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৪ রানে অপরজিত থাকেন রাসি ভ্যান ডার ডুসেন।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৭ বলে ৩৭ রান করেন মঈন আলী। এছাড়া ডেভিড মালান ৩৩, লিয়াম লিভিংস্টোন ২৮ ও জস বাটলার ২৬ রান করেন। ওপেনার জেসন রয় ২০ রান করে চোট পেয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ১৭৯ রান করতে সক্ষম হয় ইংলিশরা।