কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘ভাসান’

কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের ‘ভাসান’

সংগৃহীত

এবার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাসান’। আয়োজকদের দেয়া তথ্য অনুসারে, কানের শর্ট ফিল্ম কর্নারেই ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে চলচ্চিত্রটির।

১৯৭৫ পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও অবস্থা নিয়ে জীবনের গল্পগুলো ছোট করে ফুঁটিয়ে তোলা হয়েছে এ চলচ্চিত্রটিতে। এরই মধ্যে ভাসানের সংক্ষিপ্ত তথ্য ও পোস্টার যুক্ত হয়েছে উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটের শর্ট ফিল্ম কর্নারের ক্যাটালগে।

‘ভাসান’ পরিচালনা করেছেন শরীফ সিরাজ। এর চিত্রনাট্যও লিখেছেন তিনি। তবে সেখানে সঙ্গে ছিলেন জোবায়দুর রহমান। অন্যদিকে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন শুভ্র দেবনাথ। মূল চরিত্রে অভিনয় করেছেন রাগীব নাঈম ও মিতু রহমান।