ঈশ্বরদী ইউপি নির্বাচন : ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আ.লীগ

ঈশ্বরদী ইউপি নির্বাচন : ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আ.লীগ

ঈশ্বরদী ইউপি নির্বাচন : ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করলো আ.লীগ

পাবনার ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তিনজন আওয়ামী লীগ নেতাকে দল থেকে ‘বহিষ্কার’ করা হয়েছে।রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কার করা হয়।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বহিস্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দলের শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে ওই ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কারের চিঠি দেয়া হবে।বস্কিারকৃত নেতারা হলেন লক্ষীকুন্ডার ইউনিয়নের আনিস মোল্লা, সাহাপুরে এমলাক হোসেন বাবু এবং সাঁড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস আজ( রোববার) বিকেলে মুঠোফোনে বলেন, দলের সিদ্ধান্ত না মেনে বহিষ্কার হওয়া এসব নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে লড়ছেন। তাদের এর আগে নির্বাচনে অংশ না নিতে বেশ কয়েকবার অনুরোধ করা হয়েছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কার হওয়া তিন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এখনো বহিষ্কারের কোনো চিঠি পাননি। বিষয়টি শুনেছেন। বিদ্রোহী প্রার্থী আনিসুল হক মোল্লা বলেন, ‘দল করি মানুষের জন্য। তাদের সুখে–দুঃখে পাশে থাকার জন্য। তাদের চাপে পড়ে প্রার্থী হয়েছি।’