হাসান আজিজুল হকের মৃত্যুতে পাবিপ্রবি ভিসির শোক

হাসান আজিজুল হকের মৃত্যুতে পাবিপ্রবি ভিসির শোক

হাসান আজিজুল হকের মৃত্যুতে পাবিপ্রবি ভিসির শোক

পাবনা প্রতিনিধি:প্রখ্যাত কথা সাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক হাসান আজিজুল হক এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী।

মঙ্গলবার পাবিপ্রবি’র জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে শোক বার্তায় উপাচার্য বলেন, হাসান আজিজুল হক বাংলা সাহিত্যের প্রধানতম লেখক ছিলেন। বাংলা সাহিত্যের দিকপাল ও একজন নক্ষত্রকে আমরা হারালাম। জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথা তার লেখার অন্যতম বিষয়বস্তু ছিল। সারাজীবন তিনি মানুষের কথা লিখতেন, মানুষকে আলো দেখাতেন। শিক্ষক হিসেবে ছিলেন সবার অনুসরণীয়। শিক্ষার্থীদের প্রিয় ব্যক্তিত্ব।

উপাচার্য তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য,গত ১৫ নভেম্বর সোমবার রাতে রাজশাহীর নিজ বাসভবনে ইন্তেকাল করেন হাসান আজিজুল হক।