ষোড়শ সংশোধনী : শিগগিরই রিভিউ শুনানি

ষোড়শ সংশোধনী : শিগগিরই রিভিউ শুনানি

ষোড়শ সংশোধনী : শিগগিরই রিভিউ শুনানি

সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।মঙ্গলবার জাতীয় সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল, ২০২১’ যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি এ কথা বলেন।আনিসুল হক বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের মামলাটি এখন আপিল বিভাগে রিভিউর জন্য আছে। সরকার ‘এরর অ্যাপারেন্ট অন দ্যা ফেস অব দ্যা রেকর্ড’ এর ভিত্তিতে রেকর্ড চেয়েছে।’

তিনি বলেন, ‘এই মামলাটি রিভিউর জন্য যথেষ্ট মেরিট রয়েছে।’মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে আপিল বিভাগকে মামলাটি পুনর্বিবেচনার অনুরোধ করেছে।তিনি বলেন, আপিল বিভাগ আমাদের জানিয়েছে যে তারা খুব শিগগিরিই মামলার শুনানি করবেন।

সূত্র : ইউএনবি