ঈশ্বরদীতে ট্রেন না থামায় বিপত্তি, ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেন না থামায় বিপত্তি, ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঈশ্বরদীতে ট্রেন না থামায় বিপত্তি, ব্যাংক কর্মকর্তার মৃত্যু

পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্র্রেন থেকে পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।নিহত মোজাম্মেল হোসেন পাবনা শহরে জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।তার বাড়ি পাবনা সদর উপজেলার চকছাতিয়ানী মহল্লায়।

মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বাইপাস রেলস্টেশনে লালমনি এক্সপ্রেস ট্রেনটির গতি কমে গেলে অন্যান্য যাত্রীদের মত তিনি ট্রেন থেকে লাফ দিয়ে নামতে যান। তখনই বিপত্তি হয়। লাফ দেয়ার সাথে সাথে তিনি ওই ট্রেনেই কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সকাল সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জিআরপি পুলিশ জানায়।ঈশ্বরদী জিআরপি পুলিশ জানিয়েছে, ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রে ট্রেনের স্টপেজ নেই। তবে  স্টেশনের বাঁক পার হওয়ার সময় ট্রেনের গতি অটোমেটিক্যাল কম থাকে। মিল্টন সেই সুযোগে নামতে গিয়ে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

উল্লেখ্য, ঈশ্বরদী বাইপাস স্টেশনে লালমনি এক্সপ্রে ট্রেনের স্টপেজ না থাকায় এই ধরণের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।