মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে ৬ দালাল আটক

মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে ৬ দালাল আটক

ছবি : সংগৃহীত

মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গেটে থেকে ৬ দালালকে আটক করেছে ডিবি পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।

রাকিবুল ইসলাম জানান মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সকল ধরনের চিকিৎসার সুব্যবস্থা থাকলেও এ সমস্ত দালালরা রোগীদের কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে তাদের নিজ নিজ ল্যাবে নিয়ে পরীক্ষা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। 

আটককৃতরা হল- মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের মাসুদ আলীর ছেলে আব্দুল্লাহ, মেহেরপুর শহরের চক্র পাড়ার মারুফ হোসেনের ছেলে সানোয়ার হোসেন, সদর উপজেলার কামদেবপুর গ্রামের হযরত আলীর ছেলে আব্দুস শহীদ, বন্দর গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোনায়েম, মেহেরপুরের দিঘীরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে সেলিম এবং একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সজীব।