শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়াতে চাই: প্রতিষ্ঠিাবার্ষিকীতে ইবি উপাচার্য

শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়াতে চাই: প্রতিষ্ঠিাবার্ষিকীতে ইবি উপাচার্য

শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়াতে চাই: প্রতিষ্ঠিাবার্ষিকীতে ইবি উপাচার্য

নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে এখনো পর্যন্ত   বিশ্ববিদ্যালয়ের যে অর্জন রয়েছে আমরা এতেই সন্তুষ্ট থাকতে চাইনা। আমরা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়াতে চাই। শেষ্ঠতর হতে শ্রেষ্ঠতম হতে চাই।’

তিনি আরো বলেন, ‘আজ শুধু উদযাপনের দিন নয়, আজ প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন। মাতৃসম প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করার অঙ্গীকার গ্রহণের দিন আজ। আমাদের নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে, আমাদের প্রতিষ্ঠান, স্বদেশ ও জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আমরা যার যার দায়িত্ব পালন করে যাবো।’

আলোচনা সভায় প্রক্টর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাচার্য ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা মে ’ আলোচনাসভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ও শিক্ষার্থীদের অংশগ্রহণের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়ানো হয়। পরে উপাচার্যের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মে  আলোচনাসভায় মিলিত হয়।