ভর্তির পরদিনই পাবনা মানসিক হাসপাতালে এক নারী রোগীর আত্মহত্যা

ভর্তির পরদিনই পাবনা মানসিক হাসপাতালে এক নারী রোগীর আত্মহত্যা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে ভর্তির একদিন পরেই এক নারী মানসিক রোগী আত্মহত্যা করেছেন।

মৃত নাজ বেগম (৩৩) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা পশ্চিমপাড়া গ্রামের লাল চান মিযার স্ত্রী।

রোববার(২১ নভেম্বর) দিবাগত রাতের কোন এক সময় হাসপাতালের ১৬ নম্বর মহিলা ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

মহিলা ওয়ার্ডে কর্মরত নার্স তানিয়া খাতুন জানান, ১৬ নম্বর ওয়ার্ডে ১৩টি শয্যা রয়েছে। শাহনাজ ৫ নম্বর বেডে ছিলেন। সব জায়গায় মশারি টাঙানো থাকায় অন্য রোগীদের ঘুমের ফাঁকে গলায় ওড়না পেঁচিয়ে ভেন্টিলেটরের রডের সাথে আত্মহত্যা করে।

পাবনা মানসিক হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার বলেন, ওই মহিলা রোগীটি খুবই বিপর্যস্ত ছিল। সকলের চোখ ফাঁকি দিয়ে ভর্তির মাত্র ২৪ ঘন্টার মধ্যে আত্মহত্যা করেছে।

পাবনা মানসিক হাসপাতালের পরিচালক আবুল বাশার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভেন্টিলেটর রডের সাথে এক নারী রোগী ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নার্সদের কাছ থেকে খবর  পেয়ে বিষয়টি পাবনা থানায় অবহিত করা হয়। একই সঙ্গে নিহতের স্বামীকে খবর দেয়া হয়। তারা এসে লাশ নিয়ে যাবে বলে জানায়। তিনি আক্ষেপ করে বলেন,“ আমিও তো পাগল হয়ে গেছি। ভেন্টিলেটর বন্ধ করে দেয়া ছাড়া উপায় নেই।”

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,‘হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে  পোষ্টমর্টেমের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে মৃত রোগীর পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় পাবনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।