রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

রাজধানীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ফাইল ছবি

আল আমিন:ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে রাজধানীতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে অফিসগামী সাধারণ মানুষ।  অনেকে বাসের জন্য দাড়িয়ে আছে দীর্ঘক্ষণ যাবৎ । কেউ কেউ বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে রওনা দিয়েছে গন্তব্যের উদ্দেশে।

রোববার সকাল ৭ টা থেকে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরীজীবী রাতুলে সাথে কথা বলে জানাতে পারি মিরপুর থেকে সাইকেলে করে প্রতিদিন   মগবাজারে তার অফিসে যায়।  কিন্তু আজ বৃষ্টির জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল । অফিসে দেরী হয়ে যাওয়াতে ভিজতে ভিজতে সাইকেলে করে রওনা দিয়েছে অফিসের উদ্দেশে।

পোশাক শ্রমিক রিমা খাতুন জানান, বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে অফিসে যেতে হচ্ছে। তাদের অফিস ৮টার সয়ম যদি দেরি হয়ে যায় তালে বেতন কাটা যাবে।  সে ভয়ে বৃষ্টির মাঝে হাটতে হাটতে অফিসে যেতে হচ্ছে বলেও তিনি জানান।

এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে অভ্যন্তরীণ নদী বন্দরকে তিন  নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার জন্যও বলা হয়েছে।