আগামী দুই মাসের মধ্যে বীরের কণ্ঠে বীরগাঁথা সংরক্ষণের কাজ শুরু করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে বীরের কণ্ঠে বীরগাঁথা সংরক্ষণের কাজ শুরু করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে বীরের কণ্ঠে বীরগাঁথা সংরক্ষণের কাজ শুরু করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বীরের কণ্ঠে বীরগাঁথা সংরক্ষণ করা হবে এবং মুক্তিযোদ্ধারা কোথায় কিভাবে ও কার কথায় মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তা সংরক্ষণ করতে আগামী দুই মাসের মধ্যে কাজ শুরু করা হবে। আজ সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে  ’বিজয়ের পথে পথে’ শিরোনামে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক এ কথা বলেন।

তিনি আরো বলেন, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ১৫ শতাংশ মুক্তিযোদ্ধাকে আগামী এক বছরের মধ্যে একটি করে ঘর উপহার দেয়া হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্র ও বধ্যভূমিও সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। মুক্তিযোদ্ধারা যাতে অবজ্ঞার শিকার না হন সেজন্য ৮ স্তরের নিরাপত্তা সম্বলিত স্মার্ট পরিচয়পত্র দেয়া হবে। যাতে সেটার জাল কপি তৈরি না করা যায়।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্টাচার্য্য, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও মুক্তিযোদ্ধারা।