ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের বসরায় বোমা হামলা, নিহত ৭

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে বোমা হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে।মঙ্গলবার বিস্ফোরকভর্তি এক মোটরসাইকেলে করে শহরের আল-সামুদ চৌরাস্তায় আল-জুমহরি হাসপাতালের বিপরীতে এই হামলা চালানো হয় বলে ইরাকি সরকারি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়।ইরাকের নিরাপত্তা বাহিনীর মিডিয়া সেলের প্রধান সাদ মা'য়ান এক বিবৃতিতে বলেন, 'ফরেনসিক বিশেষজ্ঞ ও বিশেষায়িত টেকনিক্যাল দল ঘটনার প্রকৃতি অনুসন্ধানের দুর্ঘটনাস্থলে উপস্তিত রয়েছে।'

অনুসন্ধান ও টেকনিক্যাল রিপোর্ট সম্পন্ন হওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায়িত্ব স্বীকার করেনি। তবে বসরার গভর্নর আসাদ আল-ইদানি সাংবাদিকদের বলেন, হামলার সাথে উগ্রবাদী সংগঠন আইএসের হামলার সাদৃশ্য রয়েছে।

২০১৪ সালে ইরাকের মসুলকে কেন্দ্র করে আইএস কথিত 'খেলাফতের' ঘোষণা দেয়। তিন বছর পর ২০১৭ আইএসের দখল থেকে মসুলকে মুক্ত করা হয়। আইএসের 'খেলাফত' উচ্ছেদ করা হলেও দলটি বিভিন্ন সময় ইরাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে আসছে। তবে শিয়া সংখ্যাগরিষ্ঠ বসরাতে এই ধরনের হামলা বিরল।

সূত্র : আলজাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড