সৎভাবে কাজ করা নৈতিক ও আইনি দায়িত্ব : পরিকল্পনামন্ত্রী

সৎভাবে কাজ করা নৈতিক ও আইনি দায়িত্ব : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‌‘দেশের কল্যাণে আমাদের প্রত্যেকের দায়িত্ব সচেতনভাবে ও সৎভাবে পালন করতে হবে। সৎভাবে কাজ করা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব।’

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ‘টেক্সটাইল অ্যান্ড আরএমজি ও আরএমজি সেক্টর অব বাংলাদেশ: বেনিফিটস চ্যালেঞ্জ’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের কল্যাণে ও আমাদের মঙ্গলের জন্য কাজগুলো করে যেতে হবে। দেশের উন্নয়নে কাজের কোনো বিকল্প নেই, বসে থাকলে চলবে না। আমাদের দেশে গবেষণা কম হয়, এটা নিয়ে কাজ করতে হবে। আরও বেশি বেশি গবেষণায় মনোযোগ দিতে হবে।’

তিনি বলেন, টেক্সটাইল নিয়ে কাজ করতে হবে। আমাদের জায়গা আছে, বড় বড় অবকাঠামো আছে। টেক্সটাইল নিয়ে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে। আমার মনে হয় এটা নিয়ে কাজ করলে আমরা আরও এগিয়ে যাবো। সঠিকভাবে কাজ করতে হবে। যথাসময়ে নজর দিলে সব হয়ে যাবে।

টেক্সটাইল খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখাতের প্রকল্পগুলো সঠিকভাবে আমার হাতে পড়লে সেটা যথাযথ স্থানে উপস্থাপন করতে পারবো। তবে অনুমোদন দেবেন প্রধানমন্ত্রী। উনি (প্রধানমন্ত্রী) সবকিছুই উদারভাবে দেখেন।