পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২

পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২

পাবনায় চেয়ারম্যান প্রার্থী খুনের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের, আটক ২

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের মৃত্যুর  ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদি হয়ে শনিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানকে প্রধান আসামি করে ৩৪  জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো  ৫০ জনের বিরুদ্ধে এ মামলায় আসামি করা হয়েছে বলে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান। এর আগে শনিবার ঘটনার পর ভাঁড়ারা ইউপির নলদহ এলাকা থেকে পুলিশ বিদেশী রিভলভার ও গুলিসহ দু’জনকে আটক করে। তারাও নামীয়এই মামলার এজাহারভুক্ত আসামী। এছাড়াও এ দু’জনের বিরুদ্ধে আগেই শনিবার অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

এদিকে, স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর  ঘটনায় ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার সময় ভাঁড়ারা ইউনিয়নের কোলাদি চারা বট তলা এলাকায় দু’স্বতন্ত্র স্বতন্ত্র প্রাপ্তি ইয়াছিন আলী ও সুলতান মাহমুদ এবং নৌকা প্রতীকের আওয়ামীলীগ প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আলী মারা যান। এ ঘটনায় ১২ জন গুলিবিদ্ধসহ ২৫ জন অঅহত হন।