সেই রুনুকে দিয়েই শুরু দেশে করোনা টিকার বুস্টার ডোজ

সেই রুনুকে দিয়েই শুরু দেশে করোনা টিকার বুস্টার ডোজ

রুনুকে দিয়েই শুরু দেশে করোনা টিকার বুস্টার ডোজ

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই দেশে সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা দেওয়া শুরু হয়েছিল । সেই রুনুর বুস্টার ডোজ গ্রহণের মাধ্যমে দেশে শুরু হলো করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম।

আজ রোববার(১৯ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএসএ) অডিটোরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বুস্টার ডোজের টিকা নেন।