কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর, নারীসহ আহত ২
কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর, নারীসহ আহত ২
কুষ্টিয়ার কুমারখালীতে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর করেছে নৌকার প্রার্থী ও কর্মীরা। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের নৌকার প্রার্থী সালাউদ্দিন খান তারেক ও তার কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাংচুর ও পার্শ্ববর্তী বাড়িতে হামলা চালালে একজন নারীসহ ২জন আহত হয়েছেন।
জানা যায়, বুধবার গভীর রাতে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের গাজী হাসান তারেক বিপ্লবের অফিসে নৌকার প্রার্থী ও কর্মীরা হামলা চালালে স্থানীয় জনগণ বাধা সৃষ্টি করে। এসময় নৌকার কর্মীরা পাশ্ববর্তী কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাইসুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তার বাবা এবং মাকে মারাত্মক ভাবে আহত করে। এ বিষয়ে নৌকার প্রার্থী সালাউদ্দিন খান তারেকের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে।