ভূমধ্যসাগর থেকে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

গত রোববারই জার্মানির এনজিও সি-ওয়াচ ভূমধ্যসাগর থেকে ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। সবমিলিয়ে এক সপ্তাহে ৪৪৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তারা। গ্রিস ও তিউনিশিয়ার কোস্টগার্ডও বেশ কিছু অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তা সত্ত্বেও প্রচুর মানুষ নৌকাডুবির ফলে মারা গেছেন।

গত তিনদিনের মধ্যে পঞ্চমবার ভূমধ্যসাগরে গিয়ে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করেছে সি-ওয়াচ। রোববার তারা ৯৬ জনকে উদ্ধার করে। তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী।

কতজন মারা গেছেন?
বেশ কিছু অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা সম্ভব হলেও নৌকাডুবির ফলে অনেক মানুষ মারাও গেছেন। ওই নৌকাগুলোতে অনেক মানুষ ছিলেন। ফলে তা ভূমধ্যসাগরে ডুবে গেছে।

বড়দিনের ঠিক আগে গ্রিসের কোস্ট গার্ড ২৭টি লাশ উদ্ধার করেছে। এছাড়া রোববার লিবিয়ার উপকূলে ২৮টি লাশ ভেসে এসেছে।

গত বুধবার একটি নৌকাডুবি হয়েছে। সেখানে তিনজন মারা গেছেন। অনেক মানুষ নিখোঁজ। জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের মতে, সাম্প্রতিক সময়ের মধ্যে এটাই সবচেয়ে ভয়ংকর নৌকাডুবি।

সি-ওয়াচ ইইউ’র অভিবাসন নীতিরও সমালোচনা করেছে। তারা জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীরা জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পার হতে ইউরোপে আসতে চাইছে। কেউ পারছে, কেউ পারছে না।

সূত্র : ডয়চে ভেলে