এসএসসি পরীক্ষায় কোন বোর্ডে পাসের হার কত?

এসএসসি পরীক্ষায় কোন বোর্ডে পাসের হার কত?

ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে পাসের হার ৯৩ দশমিক ৫৮। এরমধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

এরমধ্যে মাদরাসা ৯৩ দশমিক ২২ শতাংশ, কারিগরি ৮৮ দশমিক ৪৯, চট্টগ্রাম ৯১ দশমিক ১২, বরিশাল ৯০ দশমিক ১৯, রাজশাহী ৯৪ দশমিক ৭১, সিলেট ৯৬ দশমিক ৭৮, ঢাকা ৯৩ দশমিক ১৫, ময়মনসিংহ ৯৭ দশমিক ৫২, কুমিল্লা ৯৬ দশমিক ২৭, দিনাজপুর ৯৪ দশমিক ৮০, যশোর ৯৩দশমিক ৯ শতাংশ পাস করেছে।

করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর। এবার শুধু গ্রুপভিত্তিক (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ইত্যাদি) তিনটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। আবশ্যিক ও চতুর্থ বিষয়ের কোনো পরীক্ষা হয়নি।