ট্রাম্পকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের

ট্রাম্পকে হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্প ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, দুই বছর আগে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার জন্য অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত। অন্যথায় ইরান এর প্রতিশোধ নিবে। 

সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে রাইসি বলেছেন, 'আগ্রাসনকারী এবং মূল হত্যাকারী', মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্টকে অবশ্যই ন্যায়বিচার এবং প্রতিশোধের মুখোমুখি হতে হবে। রাইসি ভাষণে  'ন্যায্য আদালত' গঠনের আহ্বান জানান। যেখানে ট্রাম্প, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তাদের শাস্তি দেওয়া হবে। 

এরপর ইরানের এই প্রেসিডেন্ট হুঙ্কারের স্বরে বলেন, অন্যথায়, আমি সমস্ত মার্কিন নেতাদের বলব যে নিঃসন্দেহে প্রতিশোধের হাত মুসলিম জাতি থেকে বের হয়ে আসবে।  সোলেইমানি হত্যার দুই বছর পূর্তিতে সপ্তাহব্যাপী স্মৃতিচারণে দেশটির সর্বোচ্চ প্রার্থনা হলে হাজারো জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন রাইসি।

সূত্র : আল জাজিরা, ফ্রান্স ২৪