ফ্রান্সে টিকাবিরোধী আইনপ্রণেতা করোনায় মৃত্যু

ফ্রান্সে টিকাবিরোধী আইনপ্রণেতা করোনায় মৃত্যু

প্রতীকী ছবি

করোনা ঠেকাতে ফ্রান্সের পার্লামেন্টে নানা বিধিনিষেধ আরোপের পক্ষে যখন সরকার দলের আইনপ্রণেতারা সওয়াল করছিলেন, তখন কঠোর বিরোধিতা করে গেছেন ডানপন্থী দলের আইনপ্রণেতা জস এভরার্ড।

শুধু তা-ই নয়, ভ্যাকসিন না নেয়ার পক্ষে সরব ছিলেন তিনি। তবে তিনি নিজে করোনা ভ্যাকসিন নিয়েছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার ফরাসি পার্লামেন্টের সভাপতি জানিয়েছেন, ভ্যাকসিনবিরোধী আইনপ্রণেতা জস এভরার্ড আর নেই। করোনা আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

৭৬ বছরের জস এভরার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের বিরুদ্ধে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছিলেন।

এক টুইটে ফরাসি পার্লামেন্টের সভাপতি রিচার্ড ফেরান্ড বলেন, ‘তার (জস এভরার্ড) স্ত্রী, তার সন্তান, আত্মীয়স্বজন এবং সহকর্মী ও সহযোগীদের প্রতি আমি হৃদয় থেকে সমবেদনা জানাই।’

জস এভরার্ড ফ্রান্সের উত্তরাঞ্চলের পাস-দি-কালাইস থেকে নির্বাচিত আইনপ্রণেতা ছিলেন। তিনি কট্টর ডানপন্থী ‘ডিবাউট লা ফ্রান্স’ দলের তিন আইনপ্রণেতাদের একজন।

দলটির প্রতিষ্ঠাতা নিকোলাস দুপন্ত-আগনান ফ্রান্সে ভ্যাকসিনবিরোধী প্রচারণাকারীদের অন্যতম সমর্থক।