হাসান ইমতিয়াজের তিনটি কবিতা

হাসান ইমতিয়াজের তিনটি কবিতা

কবি হাসান ইমতিয়াজ

।। শুক্রবার ।।

তুমি চলে গেলে

শুক্রবারের সবটুকু পবিত্রতা ভুলে যাই

ধ্যানমগ্ন শরীর

অযথাই স্মৃতি পাঠ করতে থাকে

কোরআন তেলাওয়াতে মন নেই

কর্ণকুহরে পৌঁছেনা আযান

খলখল হাসি উচ্চারিত হতে হতে

শুধু তার কথাই মনে করিয়ে দেয় — বেজন্মা প্রেম!

তুমি চলে গেলে

শুক্রবারের আদলে তুমিই চলে আসো বারবার।

।। প্রাইভেট ।।

রাফখাতায় ভুল প্রেম

গতকাল

তোমার সঙ্গে দেখা হবার পর

নির্ঘুমে বালিশ উল্টিয়েছি বহুবার!

ক্লাস নেই

তবুও প্রক্সিতে ঢুকে গেছি

তোমার ক্লাসে

তুমিও নেই হাজিরায় আজকাল!

হাপিত্যেশ মন

পাখিডাকা ভোরে ঘুম ঘুম

চোখেই চলে এসো

রাফখাতায় এঁকে দিব নির্ভুল প্রেম!

।। সঙ্গবিরোধ ।।

হাওয়াই মিঠাই ভেবে

বালকেরা খেয়ে নিচ্ছে চাঁদ

সূর্যটা স্থুল হতে হতে

ঢুকে গেল পৃথিবীর জরায়ুতে

যদি ব্যখ্যা করতে চাও

চাঁদ ও সূর্যকে

তবে ধর্ম ও ধার্মিকতা ভেবে নাও!

আর যা থাকে মানুষ; তাকে তুলনা করো পথ ও পাথরের সঙ্গে

তাকে তুলনা করো কাঠ ও কাঠুরের সঙ্গে

মানুষ দ্বলিত জ্বলিত

নিপিড়ীত নির্যাতিত

মানবতা তারে আর পায়না কো খুঁজে।