শাবি ভিসির পদত্যাগ দাবিতে ২০ ঘন্ট ধরে অনশনে শিক্ষার্থীরা

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ২০ ঘন্ট ধরে অনশনে শিক্ষার্থীরা

শাবি ভিসির পদত্যাগ দাবিতে ২০ ঘন্ট ধরে অনশনে শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে অনড় রয়েছে শিক্ষার্থীরা।

বুধবার সারারাত তীব্র শীতের মধ্যেও ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন তারা। এ সময় সম্মানিত শিক্ষকগণ এসে তাদের আশ্বস্ত করতে চাইলেও অনশন ত্যাগ করেননি ওই শিক্ষার্থীরা।

বুধবার বেলা প্রায় ৩টা থেকে আমরণ অনশন শুরু করেন এই শিক্ষার্থীরা। সে হিসেবে বৃহস্পতিবার এ পর্যন্ত গত ২০ ঘণ্টার বেশি সময় ধরে তারা অনশন করে যাচ্ছেন। তাদের সমর্থন ও সাহস জোগাতে আছেন আরো অনেক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন তারা। বৃহস্পতিবার সকালের দিকে অনশনের অবস্থানের পাশে অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে। কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স আনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে ভিসি ফরিদ উদ্দিন আহমেদ তার বাসভবনে অবস্থান করছেন। ভিসির বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।