করোনা : রাজশাহীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনা  : রাজশাহীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনা : রাজশাহীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীতে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজশাহী জেলা প্রশাসন।

জেলায় করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় মহানগরীতে এ সংক্রান্ত মাইকিংও করা হয়।শনিবার রাত ৮টা থেকে রাজশাহীতে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

জশাহী জেলা প্রশাসক মো: আব্দুল জলিল স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী জেলায় করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এ জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ২১ ও ২৩ জানুয়ারি তারিখের জারিকৃত সকল নির্দেশনা প্রতিপালনসহ রাজশাহী জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির ২৭ জানুয়ারির সিদ্ধান্ত কার্যকর করা হলো।

এই সিদ্ধান্ত মোতাবেক রাজশাহী জেলায় সকল বিপণী-বিতান, শপিংমল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।