‘ভারত সীমান্তে চীনের বসে থাকার বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে’

‘ভারত সীমান্তে চীনের বসে থাকার বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে’

‘ভারত সীমান্তে চীনের বসে থাকার বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে’

সীমান্তে বসে আছে চীন এবং এই বিষয়টি মোদি সরকার চাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। তিনি দাবি করেন, বর্তমান বিজেপি সরকার ফেল করেছে।

মোদি সরকারের বিরুদ্ধে দুর্বল নীতি প্রণয়ন, অর্থনৈতিক ব্যর্থতার অভিযোগও আনেন মনমোহন। তিনি বলেন, ‘তাদের (বিজেপি নেতৃত্বাধীন সরকার) অর্থনৈতিক নীতির কোনো বোঝাপড়া নেই। ধনী লোকেরা আরো ধনী হচ্ছে আর দরিদ্র দেশবাসীরা আরো দরিদ্র হচ্ছে।’‘বর্তমান বিজেপি সরকার ফেল করেছে,’ বলেন তিনি।

পররাষ্ট্র নীতি নিয়েও সরকারের ‘ব্যর্থতার’ সমালোচনা করেন কংগ্রেস নেতা। চীন ইস্যুতে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর সুরে সুর মিলিয়ে মনমোহন সিং বলেন, ‘চীন আমাদের সীমান্তে বসে আছে এবং এই বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে।’প্রধানমন্ত্রী মোদিকে খোঁচা দিয়ে তার পূর্বসূরী বলেন, ‘রাজনীতিবিদদের আলিঙ্গন করে বা আমন্ত্রণ ছাড়া বিরিয়ানি খেতে গেলে সম্পর্কের উন্নতি হয় না।’

উল্লেখ্য, বর্তমান সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে সংসদে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেসের সাবেক সভাপতি দাবি করেছিলেন, ভারতের বর্তমান পররাষ্ট্র নীতির কারণেই চীন ও পাকিস্তান কাছাকাছি চলে এসেছে। এবং এই বিষয়টি ভারতের জন্য খুবই উদ্বেগজনক।

যদিও রাহুলের এই অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা পাল্টা দাবি করেছিলেন যে পাকিস্তান ও চীন ইন্দিরা গান্ধীর শাসনামল থেকেই একে অপরের বন্ধু ছিল।

এদিকে সামনেই পাঞ্জাব বিধানসভা নির্বাচন। এই আবহে মনমোহন সিং বিজেপি বিরুদ্ধে পাঞ্জাবের জনগণ এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে অসম্মান করার অভিযোগ করেছেন।

উল্লেখ্য, এর আগে চান্নি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি রাজ্য সফরে আসায় তার হেলিকপ্টারকে হোশিয়ারপুরে উড়ে যেতে দেয়া হয়নি।এই অভিযোগের প্রেক্ষিতেই মনমোহন বলেন, ‘বিজেপি প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা ইস্যুকে হাতিয়ার করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে অসম্মান করার চেষ্টা করেছে।’

সূত্র : হিন্দুস্থান টাইমস