২৩ জন নিয়ে ছায়া জাতীয় দল 'বাংলাদেশ টাইগার্স'

২৩ জন নিয়ে ছায়া জাতীয় দল 'বাংলাদেশ টাইগার্স'

ফাইল ছবি

অবশেষে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে জাতীয় দলের ছায়া দল হিসেবে ঘোষিত বাংলাদেশ টাইগার্সের। প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দলটির ক্যাম্প।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতি দিয়ে এই দলটির নাম ও ক্যাম্পের সময়সূচি ঘোষণা করে ক্রিকেট বোর্ড।

সদ্য শেষ হওয়া বিপিএল ও এর আগে হওয়া জাতীয় লিগ, বিসিএলে পারফর্ম করা ক্রিকেটাররা এই দলের জায়গা পেয়েছেন। এ ছাড়া আছেন জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটাররাও।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এক অনুশীলন শিবির দিয়েই বাংলাদেশ টাইগার্সের যাত্রা শুরু হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই অনুশীলন ক্যাম্প চলবে। জানা গেছে, স্বল্পমেয়াদি চুক্তিতে নিয়ে আসা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কোচ উমাকান্ত প্যাটেলকে। তিনিই এই অনুশীলন ক্যাম্প পরিচালনা করবে

বাংলাদেশ টাইগার্স:
মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ শাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, আনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলি, জাকির হাসান, মো. তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসাইন, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।