ভারতে করোনা সংক্রমণ বেড়েছে

ভারতে করোনা সংক্রমণ বেড়েছে

প্রতীকী ছবি

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। বুধবার দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১০২ জনের, মঙ্গলবারের তুলনায় যা প্রায় দুই হাজার বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ভারতে মোট করোনা আক্রান্ত সংখ্যা ছিল ১৩ হাজার ৪০৫ জন। তবে কিছুটা কমেছে দৈনিক সংক্রমণের হার। দেশটিতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১ দশমিক ২৮ শতাংশ, যা মঙ্গলবার ১ দশমিক ৯৩ শতাংশ ছিল।

বর্তমানে ভারতে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ৫২২ জন। মঙ্গলবার ৪৯ দিন পর ভারতের সক্রিয় করোনা রোগীর সংখ্যা দুই লাখের নিচে নামে।

দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে ভারতের কেরালা রাজ্য। এর পরই রয়েছে মহারাষ্ট্র।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ২৩৫ জন মারা গেছেন। পুরো মহামারি পর্বে ভারতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৫ লাখ ১২ হাজার ৩৪৪ জনের।

সূত্র: আনন্দবাজার