মোস্তাফিজ-তাসকিন-শরিফুলদের নতুন কোচ অ্যালন ডোনাল্ড

মোস্তাফিজ-তাসকিন-শরিফুলদের নতুন কোচ অ্যালন ডোনাল্ড

অ্যালন ডোনাল্ড

বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন প্রোটিয়া সাবেক এই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

জালাল ইউনুস বলেছেন, ‘বোলিং কোচের তালিকায় বেশ কয়েকজন ছিল। সেখান থেকে আমরা অ্যালান ডোনাল্ডকে বেচে দিয়েছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সময় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।’

ক্রিকেট ক্যারিয়ারে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসার। পেস বোলার হিসেবে টেস্টে ৩৩০টি ও ওয়ানডেতে ২৭২টি উইকেট শিকার করেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট ১২১৬টি। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৮৪ উইকেট নিয়েছেন তিনি।

একসময় আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে শীর্ষ বোলার ছিলেন তিনি। ইংলিশ কাউন্টিতেও মাঠ মাতিয়েছেন।

ডোনাল্ড ২০০৭ সালে সংক্ষিপ্ত মেয়াদে ইংল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ হিসেবে ২০১১ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে ২০১৩-১৫ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচ ছিলেন ডোনাল্ড। সর্বশেষ তিনি দক্ষিণ আফ্রিকার ক্লাব নাইটস ক্রিকেটের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।