ময়মনসিংহে জাতির জনকের জন্মশত বর্ষ ও জাতীয় শিশু দিবস পালন

ময়মনসিংহে জাতির জনকের জন্মশত বর্ষ ও জাতীয় শিশু দিবস পালন

ময়মনসিংহে জাতির জনকের জন্মশত বর্ষ ও জাতীয় শিশু দিবস পালন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস বিভাগীয় শহর ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি পুষ্পস্তবক অর্পন করেন।

পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন,ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন,ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গাজী হাসান কামাল, জেলা প্রশাসক এনামুল হক,পুলিশ সুপার আহমারউজ্জামান, পরিবেশের বিভাগীয় পরিচালক ফরিদ আহমেদ,সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ হোসেন ,জেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক খোকা,সহসভাপতি অমিনুল হক শামীম,জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন ।

এছাড়াও ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইন্সটিউটের  উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতাসহ বিভিন্ন স্কুল-কলেজে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে।