হার্ডিঞ্জ ব্রীজ থেকে আর দৃশ্য দেখা হলো না ঢাবি ছাত্র আদরের

হার্ডিঞ্জ ব্রীজ থেকে আর দৃশ্য দেখা হলো না ঢাবি ছাত্র আদরের

হার্ডিঞ্জ ব্রীজ থেকে আর দৃশ্য দেখা হলো না ঢাবি ছাত্র আদরের

হার্ডিঞ্জ ব্রীজ থেকে আর দৃশ্য দেখা হলো না ঢাবি ছাত্র মাহবুর আদরের। ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রীজের উপর দিয়ে ট্রেনের যাওয়ার পথে বাইরের দৃশ্য অবলোকন করার সময় ব্রীজের রেলিং-এ মাথা বেধে পড়ে গিয়ে প্রাণ হারান। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১৭ মার্চ ) সকালে পাকশী হার্ডিঞ্জ ব্রীজে এ দুর্ঘটনা ঘটেছে।মৃত মাহাবুব আদর ছিলেন জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নের মোঃ হান্নান মিঠুর ছেলে। 

মাহবুব ছিলেন তার পিতা মাতার একমাত্র সন্তান।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং ওই শিক্ষার্থীর চাচা ফরহাদ হোসেন।

তার চাচা ফরহাদ বলেন, মাহাবুব ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাকশী হার্ডিঞ্জ ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। তিনি   ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে দৃশ্য দেখছিলেন।  তখন ব্রীজের রেলিংয়ের ( লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান এবং তঘটনাস্থলেই মারা যান।

হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, তার বন্ধুদের মাধ্যমে আমি এ বিষয়ে  জেনেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। আমরা মুহসীন হল পরিবার এ ঘটনায় খুবই মর্মাহত।

জানা যায়, মাহবুব ছিলেন ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং মেধাবী। জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয়ে এবং ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা শেষে ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হয় তার।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।