ঢাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত

ঢাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত

ঢাবিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৪টি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।পুনর্গঠিত চারটি ইউনিট হলো: (১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, (২) বিজ্ঞান ইউনিট, (৩) ব্যবসায় শিক্ষা ইউনিট ও (৪) চারুকলা ইউনিট।

রোববার (২৭ মার্চ) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

এছাড়া সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ক, খ, গ, ঘ এবং চ- এই পাঁচটি ইউনিটেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। জাতীয় চাহিদা বিবেচনায় নিয়ে একটি নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন দেয়া হয়েছে।

সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পিএইচডি/সমতুল্য ডিগ্রি থাকার বাধ্যবাধকতা আগামী ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষার্থীদের আবাসিক সুযোগ-সুবিধা, করপোরেট শিষ্টাচার, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীল মননশীলতার বিকাশসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য আবাসিক হল/হোস্টেলের সার্বিক ব্যবস্থাপনায় প্রশাসনের দায়-দায়িত্ব ও কর্তব্য এবং বিভিন্ন কর্মকৌশল বাস্তবায়ন বিষয়ে প্রভোস্ট কমিটি প্রণীত নীতিমালা সভায় আলোচনা করা হয়।সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান সভাপতিত্ব করেন।

সূত্র : বাসস