প্রথমবার রমজানে পুরোদমে শ্রেণি-কার্যক্রম চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে

প্রথমবার রমজানে পুরোদমে শ্রেণি-কার্যক্রম চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে

প্রথমবার রমজানে পুরোদমে শ্রেণি-কার্যক্রম চলবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে

প্রথমবারের মতো রমজানে পুরোদমে শ্রেণি-কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। আগামী ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা চলবে। 

শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতির কথা বিবেচনা করে এবং সেশনজট নিরসনের জন্য হল প্রভোস্ট ও ডিনদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।  

সোমবার রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ এপ্রিল পর্যন্ত একাডেমিক ক্লাস চালু থাকবে। একইসাথে স্ব স্ব বিভাগ তাঁদের সিদ্ধান্ত মোতাবেক পরীক্ষাসমূহ গ্রহণ করবে। এছাড়া সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারন করা হয়েছে। দুপুর ১.১৫ মিনিট হতে ১.৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য কর্মবিরতি থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, এরআগে রমজানে বিভাগগুলো তাদের ইচ্ছের ভিত্তিতে চাইল ক্লাস-পরীক্ষা নিতে পারতো। কিন্তু এবারই প্রথমবার শিক্ষার্থীদের করোনাকালীন বন্ধে হওয়া ক্ষতির কথা বিবেচনা করে তাদের মঙ্গলের জন্য রমজানে অফিসিয়ালি ক্লাস-পরীক্ষা চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আমরা একে ইতিবাচকভাবে নিয়েছি।