রোজা অবস্থায় কি রক্ত দেয়া যাবে?

রোজা অবস্থায় কি রক্ত দেয়া যাবে?

রোজা অবস্থায় কি রক্ত দেয়া যাবে?

প্রশ্ন : রোজা রেখে কি রক্ত দেয়া যাবে?

উত্তর : রমজান মাসে যদি কোনো রোগীকে রক্ত দেয়ার প্রয়োজন হয়, তাহলে তাকে রক্ত দেয়া যাবে। এতে রোজা ভাঙবে না এবং কোনো ক্ষতিও হবে না। তবে যদি এই পরিমাণ রক্ত দেয়া হয় যে, রক্ত দেয়ার কারণে রক্তদাতা রোজাদারের দেহে দুর্বলতা আসে, তাহলে তা মাকরুহ হবে।

আর অবস্থা যদি এমন হয় যে, রোগীর রক্ত লাগবে, তবে সন্ধ্যার পর দিলেও হবে কিংবা রক্তদাতা রোজাদারের দুর্বল হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ইফতারের পর রক্ত দেয়া উচিৎ।

-তথ্যসূত্র : জামিয়াতুল উলুমিল ইসলামিয়্যাহ আল্লামা ইউসুফ বানুরি টাউন করাচির ওয়েবসাইটের ১৪৪০০৮২০১৬৮৩ নম্বর ফতোয়া অবলম্বনে