ইউক্রেনের যুদ্ধ উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক সংকটকে আরো হুমকির মুখে ফেলবে : গুতেরেস

ইউক্রেনের যুদ্ধ উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক সংকটকে আরো হুমকির মুখে ফেলবে : গুতেরেস

ইউক্রেনের যুদ্ধ উন্নয়নশীল বিশ্বের অর্থনৈতিক সংকটকে আরো হুমকির মুখে ফেলবে : গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসনের ফলে, উন্নয়নশীল বিশ্বে "পুরোপুরি ঝড়" বয়ে যাচ্ছে, যা তাদের অর্থনীতিকে ধ্বংস করার হুমকি দিচ্ছে।

গুতেরেস সাংবাদিকদের বলেন, “উন্নয়নশীল বিশ্বের প্রায় ১৭০ কোটি মানুষ - যাদের মধ্যে এক তৃতীয়াংশ ইতোমধ্যেই দারিদ্র্যের মধ্যে বসবাস করছে - এখন যেভাবে তারা খাদ্য, জ্বালানি এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, এতে করে তাদের ক্ষুধা ও দারিদ্র্য আরও বাড়িয়ে দিচ্ছে”।তিনি বলেন, বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশসহ ৩৬টি দেশ তাদের গম আমদানির অর্ধেকের বেশির জন্য রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল।

তিনি বলেন, গত জানুয়ারি থেকে গম এবং ভুট্টার দাম ইতোমধ্যেই ৩০% বেড়ে গেছে। “আর এই মূল্য বৃদ্ধির মধ্যে, ইউক্রেনের যুদ্ধ খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে”।গুতেরেস বলেন, “দাম বাড়ার সাথে সাথে বাড়ছে ক্ষুধা ও অপুষ্টিও - বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে”।

জাতিসংঘের প্রধান উদ্বেগ প্রকাশ করেছেন, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মানুষের ক্রয়ক্ষমতাকে হ্রাস করছে, অভ্যন্তরীণ প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্থ করছে এবং উন্নয়নের গতিকে মন্থর করছে, এমনকি অগ্রগতি হ্রাস করছে। তিনি বলেন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো উচ্চ ঋণের কবলে পড়েছে।

গুতেরেস বলেন, “এটি এমন কোনো সংকট নয়, যা একটু একটু করে, দেশ-দেশে সমাধান করা যেতে পারে। এই সংকট বিশ্বব্যাপী এবং এর পদ্ধতিগত সমাধান প্রয়োজন”।তিনি বলেন, তবে সর্বোপরি, ইউক্রেনের যুদ্ধের অবসানের মধ্যেই এর সমাধান নিহিত রয়েছে।

সূত্র : ভয়েস  অফ আমেরিকা