কাবুলে জোড়া বিস্ফোরণ : ছয়জন নিহত

কাবুলে জোড়া বিস্ফোরণ :  ছয়জন নিহত

কাবুলে জোড়া বিস্ফোরণ : ছয়জন নিহত

আফগান রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আজ মঙ্গলবার পশ্চিম কাবুলের দাস্ত-ই-বারচি এলাকার ছেলেদের স্কুলে বিস্ফোরণ দুটি ঘটে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিধ জাদরান বার্তা সংস্থা এএফপিকে বলেন, আবদুল রহিম শহিদ হাই স্কুলের বাইরে দুটি 'ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ' স্থাপন করা হয়েছিল।

তিনি এর আগে টুইট করেছিলেন যে স্কুলে তিনটি বিস্ফোরণ ঘটেছে। এলাকাটি মূলত শিয়া হাজারা সম্প্রদায়ের অধ্যুষিত। আইএসআইএস অতীতে এই সম্প্রদায়কে অনেকবারই টার্গেট করেছিল।

একজন প্রত্যক্ষদর্শী জানায়, সকালে ছাত্ররা ক্লাস থেকে বের হতে থাকার সময় বিস্ফোরণটি ঘটে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বিস্ফোরণে ১৪ জন আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা