ফরিদপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নিহত ১

প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার রাতে দফায় দফায় সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির নাম-নান্নু ফকির (৬৫)। তিনি সালথার যদুনন্দী গ্রামের হাতেম ফকিরের ছেলে।

 

জানা গেছে, সালথা উপজেলার যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নান্নু ফকির নামে এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও একই রাতে তেলিসালথায় দু’ দল গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।