নিম্নস্ল্যাবের সিগারেট উৎপাদনে দেশীয় মালিকানাধীন কোম্পানির রিজার্ভ দাবি

নিম্নস্ল্যাবের সিগারেট উৎপাদনে দেশীয় মালিকানাধীন কোম্পানির রিজার্ভ দাবি

নিম্নস্ল্যাবের সিগারেট উৎপাদনে দেশীয় মালিকানাধীন কোম্পানির রিজার্ভ দাবি

তামাক শিল্পকে বাঁচাতে নিম্নস্ল্যাবের সিগারেট উৎপাদনে শতভাগ দেশীয় মালিকানাধীন কোম্পানির জন্য রিজার্ভ এর দাবি জানিয়েছে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কারখানায় কর্মরত কর্মচারি ও শ্রমিকরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় রংপুর ডিসি মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেশীয় সিগারেট কারখানায় কর্মরত কর্মচারি ও শ্রমিকরা এবং স্থানীয় তামাক চাষীরা।

তামাক চাষী ও শ্রমিকরা জানান, নানা ষড়যন্ত্রে দেশীয় সিগারেট কোম্পানিগুলোর ব্যবসআ ধ্বংসের পথে। দেশীয় ৩০ টি সিগারেট কোম্পানিতে কর্মরত প্রায় ৫০ হাজার কর্মকর্তা-কর্মচারি ও ৫০ হাজার তামাক চাষী এবং এর সাথে সংশ্লিষ্ট্য শ্রমিকের রুটি রুজি হুমকির মুখে। এমন পরিস্থিতিতে দেশীয় তামাক কোম্পানিগুলো বাঁচিয়ে রাখার স্বার্থে এবং তামাকের ন্যায্য দাম নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দাবি তুলে ধরেন তামাক চাষী ও শ্রমিকরা।

তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো- বিদেশী মনোপলি ব্যবসা বন্ধ করে দেশীয় তামাক শিল্প রক্ষা করতে হবে, তামাক শিল্পেও অবিলম্বে ৪০ শতাংশ মনোপলি আইন কার্যকর করতে হবে, বিদেশী তামাক আমদানি করার পায়তারা বন্ধ করতে হবে, তামাক শিল্পে বৈষম্যমূলক নীতি বন্ধ করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবি তুলে ধরেন তামাক চাষী ও শ্রমিকরা।