মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

ফাইল ছবি

মেহেরপুর জেলা পরিষদের সামনে সড়কে স্যালো ইঞ্জিন চালিতে  ট্রলি চাপায় তৃষা (১৪) নামে এক ছাত্রী নিহত হয়েছে।

আজ রোববার (১২জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তৃষা মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ ম শ্রেণির ছাত্রী ও মেহেরপুর জেলা প্রশাসকের গাড়ি চালক মোমিনুল ইসলামের মেয়ে।

এলাকাবাসী ও তার পরিবারের লোকজন জানান, তৃষা তার খালাতো ভাই পলাশের সাথে মোটরসাইকল করে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছিলো। পথিমধ্যে জেলা পরিষদ কার্যালয়ের সামনে একটি সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তিশা পিছন দিক থেকে পড়ে যায়। এরপরে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই পাওয়ার ট্রলি (স্যালো ইঞ্জিন চালিত) তৃষার মাথার উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।