ইউক্রেন অভিযানে রাশিয়ার মূল্য লক্ষ্য কী জানাল ক্রেমলিন

ইউক্রেন অভিযানে রাশিয়ার মূল্য লক্ষ্য কী জানাল ক্রেমলিন

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সাময়িক অভিযানের’ মূল্য লক্ষ্য নিয়ে মুখ খুলেছে ক্রেমলিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ক্রেমলিন জানায়, ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সাময়িক অভিযানের’ মূল্য লক্ষ্য হলো পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলের জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করা। 

এ ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার মূল লক্ষ্য কিয়েভের সশস্ত্র বাহিনীর ‘বর্বর আক্রমণ’ থেকে দোনবাসকে ‘বাঁচানো এবং সুরক্ষিত’ করা।

এদিকে, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেনি বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার দাবি, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চলছে এবং ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনা যে একটি অপরাধমূলক কাজ, সেটি পশ্চিমাদের বোঝাতেই এটি করা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার মাস আগে রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর থেকে দেশটিতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং দেশটির বহু শহর পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একইসঙ্গে লাখ লাখ ইউক্রেনীয় তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন।