ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা

ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা

ছবি: সংগৃহীত

গত কয়েক মাসে ভারতে উল্লেখযোগ্যভাবে কমেছে করোনায় মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তির হার। তাতেই কি মারণ ভাইরাসের সংক্রমণকে হালকাভাবে নিতে শুরু করেছিল আমজনতার একটা বড় অংশ? বর্তমানে ভারতের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ কিন্তু সে কথাই বলছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে অ্যাকটিভ কেস। চিন্তায় রাখছে মহারাষ্ট্রের সংক্রমণের মাত্রাও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪০ জন। গতকাল যে সংখ্যাটা ছাড়িয়েছিল ১৭ হাজারের গণ্ডি। দৈনিক সংক্রমণ সামান্য কমলেও ফের বাড়ল অ্যাকটিভ কেস।

বর্তমানে ভারতে সক্রিয় রোগী বেড়ে হয়েছে ৯১ হাজার ৭৭৯। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.২১ শতাংশ।

স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, ভারতে এক দিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২০ জন। দেশে এখনো পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৯৭৪।

গত ২৪ ঘণ্টায় দেশের সংক্রমিতের মধ্যে শুধু মহারাষ্ট্রেই এক দিনে আক্রান্ত ৪ হাজার ২০০-র বেশি। তবে মুম্বাইয়ে সংক্রমণ গতকালের তুলনায় ২৩ শতাংশের কমল। বাণিজ্যনগরীতে একদিনে আক্রান্ত ১ হাজার ৮৯৮ জন। যদিও অ্যাকটিভ কেসের সংখ্যা হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লির করোনা গ্রাফও খুব একটা স্বস্তিজনক নয়। সেখানে এক দিনে করোনা থাবা বসিয়েছে ১ হাজার ৪৪৭ জনের শরীরে।
সূত্র : সংবাদ প্রতিদিন