দলের অবস্থান চিহ্নিত করতে ভিডিও দেখা হবে

দলের অবস্থান চিহ্নিত করতে ভিডিও দেখা হবে

সংগৃহীত

সংলাপে অংশ নেওয়া ২৮টি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের ভিডিও বিশ্লেষণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এক্ষেত্রে ইভিএম সংক্রান্ত বক্তব্যের ভিডিও দেখে দলের প্রকৃত অবস্থান নির্ধারণ করা হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কারিগরি বিষয়ে ইসি আয়োজিত সংলাপে অংশ নিয়ে দলগুলোর নেতারা যে বক্তব্য দেন তা পর্যালোচনার আওতায় আসবে।

এজন্য কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দলভিত্তিক নেতাদের ইভিএম সম্পর্কিত বক্তব্যের ভিডিও ক্লিপিং ও এর লিখিত রূপ কমিশনে উপস্থাপন করতে বলা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই এটি জমা দিতে হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।