যশোরে জেলি মিশ্রিত ১ টন চিংড়ি মাছ জব্দ

যশোরে জেলি মিশ্রিত ১ টন চিংড়ি মাছ জব্দ

ছবি- নিউজজোন বিডি

যশোর প্রতিনিধি: যশোরে জেলি মিশ্রিত ১ টন চিংড়ি মাছ জব্দ ও চিংড়ি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমাস জানান,সাতক্ষীরা থেকে ১ ট্রাক ভর্তি জেলি পুশ করা চিংড়ি মাছ বাজারজাত করার উদ্দেশ্যে সিলেটে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত ও র‌্যাব-৬ যৌথভাবে যশোর কোতয়ালী থানাধীন রাজারহাট এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে চিংড়ি মাছ ভর্তি ট্রাকটি আটক করে এবং ট্রাকে থাকা জেলি মিশ্রিত ১ টন চিংড়ি মাছ জব্দ করে। সেই সাথে মাছের মালিক,যশোর কেশবপুর মঙ্গল কোটের বাসিন্দা আবদুল হামিদের ছেলে রুবেল হুসাইনকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

পরে ভ্রাম্যমান আদালতের পক্ষে উপস্থিত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ , জেলা মৎস্য কর্মকর্তা সাঈদুর রহমান ও  র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম নাজিউর রহমানের উপস্থিতিতে মাছগুলিকে ধ্বংস করা হয়।