ট্রেনে কাটা হাজারো লাশ উদ্ধারকারীর মৃত্যু ট্রেনে কাটা পড়েই

ট্রেনে কাটা হাজারো লাশ উদ্ধারকারীর মৃত্যু ট্রেনে কাটা পড়েই

ছবি: সংগৃহীত

ট্রেন দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোই ছিল তার দায়িত্ব। এছাড়া রেল দুর্ঘটনায় বিষয়েও গণমাধ্যমে খবর পাঠাতেন, সতর্ক করতেন দেশবাসীকে। 

সারা জীবন ট্রেন ও রেললাইনের ঘটনা নিয়ে কাজ করা ব্যক্তি নিজেই মারা গেলেন ট্রেনের নিচে কাটা পড়ে!

ঘটনাটি ভারতের হরিয়ানার পানিপথের। নিহত ব্যক্তির নাম ঈশ্বর সিং। তিনি দেশটির রেল পুলিশের সাব-ইনস্পেক্টর পদে চাকরি করতেন।  গত ৩২ বছর ধরে পানিপথ জিআরপিতে কর্মরত ছিলেন তিনি। 

ট্রেনে কাটা পড়লে যে ঈশ্বর সিং যেতেন সেই মরদেহ উদ্ধারে ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ঘটনা ঘটল।

নিহতের পরিবার সূত্রে খবর, প্রতি দিনের মতোই শুক্রবার সকাল ৭টায় কাজে গিয়েছিলেন তিনি। তারপরই খবর আসে স্টেশন থেকে ৫০০ মিটার দূরে রেললাইনের ওপর এক যুবকের মরদেহ পড়ে রয়েছে। সেই খবর পেয়ে ঈশ্বর ঘটনাস্থলে যান। যুবকের মরদেহ অ্যাম্বুল্যান্সে তুলে মর্গের উদ্দেশ্যে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা