কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

কুষ্টিয়ায়  ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড

কুষ্টিয়ার মডেল থানার ছুরিকাঘাতে ব্যবসায়ী আবুল কাশেমকে হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ও অপরজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো: তাজুল ইসলাম জনাকীর্ন আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর অনুপস্থিতি এবং অপরজনের উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তদ্বয় হলেন- মৃত্যুদন্ড প্রাপ্ত হলেন- কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া ২নং মসজিদ গলি লেনের (স্কুলের পিছনে) বাসিন্দা মৃত: জহির উদ্দিনের ছেলে মো: আজাদ হোসেন (৫২)(পলাতক) এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন হাউজিং এলাকার এ ব্লক নং ২৮০ এর বাসিন্দা মহিউদ্দিনের ছেলে মো: মিন্টু হোসেন(৪৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৪ আগষ্ট রাত পৌনে ১০ টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের ফুডকিং নামক ফাষ্টফুডের দোকান মালিক আবুল কাশেম দোকান থেকে বাসায় ফেরার পথে কুতুব উদ্দিন আহমেদ লেন দিয়ে হেটে যাওয়ার সময় আসামীরা দলবদ্ধ ভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাতে গুরুতর রক্তাক্ত জখম করে। আহত আবুল কাশেমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। এঘটনায় নিহতের ছেলে ইফতেখার আহমেদ নাইম বাদি হয়ে দুইজনের নামোল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলাটি কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক আশরাফুল আলম তদন্ত শেষে ২০১৫ সালে ৭জুলাই  দুইজনের বিরুদ্ধে হত্যার দায়ে জড়িত অভিযোগ এনে আদালতে চার্যশীট দাখিল করেন। কুষ্টিয়া আদালতের সরকারী কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানার ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ এনে আদালতে দাখিলকৃত প্রতিবেদনে দীর্ঘ স্বাক্ষ্য শুনানী শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় পলাতক আসামী আজাদ হোসেনকে গ্রেফতার পূর্বক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশসহ ২৫হাজার টাকার জরিমানা ধার্য এবং আসামী মো: মিন্টুকে যাবজ্জীবন কারাদন্ডসহ ২৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন আদালত।