বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

বাসাইলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

ছবি- নিউজজোন বিডি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। 

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আনোয়ার খান মর্ডাণ মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এমএ সামাদ, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) আমিন শরিফ সুপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের প্রভোস্ট ড. কেএম সাইফুল ইসলাম খান প্রমুখ।

জেলার অন্যতম বিনোদনমূলক খেলা নৌকা বাইচ খেলা দেখতে  প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়। পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

রোমাঞ্চকর এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ভূঞাপুর উপজেলার  নিকরাইল ইউনিয়নের   নিউ হিরার তরী নামের নৌকাটি প্রথম ও নাগরপুরের হারানো মানিক নামে নৌকাটি দ্বিতীয় হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।