জ্বালানি-সামরিক চুক্তি করতে গ্রিস যাচ্ছেন সৌদি যুবরাজ

জ্বালানি-সামরিক চুক্তি করতে গ্রিস যাচ্ছেন সৌদি যুবরাজ

ছবি: সংগৃহীত

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ২৬ জুলাই প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সাথে দেখা করতে গ্রিস সফরে যাচ্ছেন।

গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, ২০১৮ সালে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার পর ইইউ দেশে প্রথম সফরে আসছেন যুবরাজ সালমান।

রয়টার্স এই খবর জানিয়েছে।

মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, গ্রিসের প্রধানমন্ত্রী এবং যুবরাজ সালমান দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করবেন।

এছাড়া বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

তবে একটি গ্রিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, চুক্তিগুলো মধ্যে আছে জ্বালানি, সামরিক সহযোগিতা এবং সমুদ্রের তলদেশের ডাটা কেবল।

গত মে মাসে গ্রিস এবং সৌদি আরব ডাটা কেবল স্থাপনের জন্য যৌথ উদ্যোগে এই চুক্তি করতে সম্মত হয়েছে। এর মাধ্যমে ইউরোপ এশিয়ার সাথে যুক্ত হবে।

সৌদি আরবের এসটিসি, গ্রিক টেলিকমস ও স্যাটেলাইট অ্যাপ্লিকেশন কোম্পানি টিটিএসএর মালিকানাধীন মেনা হাব ‘ইস্ট টু মেড ডাটা করিডোর’ নির্মাণ করবে।

ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার পর মার্কিন মুল্লুকে উত্তেজনা ছড়ানোর পর এ সফরটি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করা হবে।

মার্কিন গোয়েন্দারা তদন্তের পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, যুবরাজ সালমান সরাসরি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দিয়েছেন। তবে যুবরাজ এই হত্যাকাণ্ডে কোনো ভূমিকা থাকার কথা অস্বীকার করে আসছেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ কয়েকজন পশ্চিমা নেতা রিয়াদ সফর করেছেন। এসময় বাইডেন খাশোগি হত্যার বিষয়ে যুবরাজ সালমানের সাথে সরাসরি কথা বলেছেন। বাইডেন জানিয়েছেন, এই ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় এনেছিলেন বলে ক্রাউন প্রিন্স তাকে বলেছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর