মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা

মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা, গেটম্যানকে আসামি করে মামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এ তথ্য নিশ্চিত করে এসআই জহিরুল ইসলাম বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় একটি মামলা করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগে দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রেলক্রসিং এলাকা থেকে গেটম্যান গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা কিছুটা সুস্থ আছে বলে শনিবার সকালে নিশ্চিত করেছেন জিআরপি পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম।