ভোলায় অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল শুরু

ভোলায় অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল শুরু

ছবি: সংগৃহীত

জেলার অভ্যন্তরীণ নৌ রুটের যাত্রীবাহী নৌযান চলাচল শুরু করেছে। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়াতে আজ সোমবার সকাল থেকে লঞ্চ ও সী-ট্রাক চলাচল স্বাভাবিক হয়। এর আগে রোববার সকাল ৯ টয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতে অভ্যন্তরীণ নৌ রুটের সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে ভোলা বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

 ভোলা বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম আজ সকালে বাসস’কে জানান, গতকাল নদী বন্দরের জন্য ২ নং সতর্ক সংকেত থাকলেও আজ তা কমে ১ নং হয়েছে। আবহাওয়া ভালোর দিকে। এছাড়া নদীও পূর্বের চেয়ে শান্ত। তাই অভ্যন্তরীণ নৌ রুটের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। সকাল থেকেই ভোলা-বরিশাল, ইলিশা-মজু চৌধুরীর হাট, তজুমদ্দিন-মনপুরাসহ সকল অভ্যন্তরীণ রুটের লঞ্চ ও সী-ট্রাক চলছে বলে জানান তিনি।

 সূত্র: বাসস