যশোরে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর।

১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার মেডিকেল কলেজের ডিজিটাল লেকচার গ্যালারীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন একক সংগঠনের নয় বরং তিনি বাঙালী জাতির নেতা। তার নেতৃত্বেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ পাকিস্তানিদের দীর্ঘদিনের শোসন নিপীড়ন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল। 

সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ কামাল উদ্দিন।

বক্তব্য রাখেন মেডিকেল কলেজের উপদেষ্টা ও ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির, চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান ও ডিজিও কোর্সের কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন। এছাড়া বায়োকেমেস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. মারুফা আক্তার, সহযোগী অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস ও নির্মাণ-উন্নয়ন বিভাগের ম্যানেজার মোঃ রফিকুল হাসান। ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৫ম বর্ষের পূজা রায়, ৪র্থ বর্ষের ফাতেমাতুজ জোহরা, ৩য় বর্ষের আফিফা মাকসুরা, ১ম বর্ষের সমন্তী শারমিন দোলা। কবিতা আবৃত্তি করেন ৩য় বর্ষের ছাত্রী মাহমুদা আক্তার এবং পবিত্র কুরআন তেলাওয়াত করেন ২য় বর্ষের ছাত্রী ফাহমিদা জামান।

আলোচনা সভায় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন বর্ষের ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মীর মুয়ীদুল ইসলাম।