ভারতের আরও দুই রাজ্যে ছড়িয়েছে ‘টমেটো ফ্লু’

ভারতের আরও দুই রাজ্যে ছড়িয়েছে ‘টমেটো ফ্লু’

প্রতিকী ছবি

ভারতের আরও দুইটি রাজ্যে ছড়িয়ে পড়েছে নতুন এক ধরনের ভাইরাসের সংক্রমণ। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় শিশুদের মধ্যে গত মে মাসে প্রথম শনাক্ত হয় ‘টমেটো ফ্লু’ নামের এই ভাইরাস।

ল্যানচেট রেসপাইরেটরি মেডিসিনে প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়েছে, গত ২৬ জুলাই পর্যন্ত কেরালার পাঁচ বছরের কম বয়সী ৮২ শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। প্রতিবেশি তামিল নাড়ু এবং উড়িষ্যা রাজ্যে নয় বছর পর্যন্ত শিশুদের মধ্যে এই সংক্রমণ পাওয়া গেছে। সাধারণত এই ভাইরাস পাঁচ বছরের কম বয়সীদের আক্রান্ত করে থাকে।

ভাইরাসটির প্রকৃত ধরণ শনাক্ত করতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। শরীরে কষ্টকর লাল ফোসকা তৈরি করে এবং মারাত্মক সংক্রামক হওয়ায় এটিকে টমেটো ফ্লু বলা হচ্ছে। শিশুরা বিশেষভাবে এই রোগে আক্রান্ত হওয়ার কারণ এটি ঘনিষ্ঠ সংস্পর্শে আসলে দ্রুত ছড়ায়। অপরিষ্কার কোনও কিছু ধরা বা মুখে দিলে এই ভাইরাস সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ে।

ল্যানচেটের নিবন্ধে বলা হয়েছে, ‘বিরল ভাইরাল সংক্রমণটি স্থানীয় অবস্থায় রয়েছে। আর এটি এখনও জীবনের জন্য হুমকি হয়ে ওঠেনি। তবে, কোভিড-১৯ মহামারির ভয়াবহ অভিজ্ঞতার কারণে, আরও প্রাদুর্ভাব রোধে সতর্ক ব্যবস্থাপনা জরুরি’।

চিকিৎসকরা বলছেন, কোভিড, চিকুনগুনিয়া এবং ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ হওয়ায় টমেটো ফ্লু শনাক্ত করা খুব কঠিন। ভারতে বর্ষা মৌসুমে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রাদুর্ভাব স্বাভাবিক ঘটনা। এই রোগ দুইটি মশার মাধ্যমে ছড়ায়। ভারতের চিকিৎসকরা এই ভাইরাসের ব্যাপারে যা বলছেন এক নজরে দেখে নিন:

টমেটো জ্বর বা টমেটো ফ্লু কী?

টমেটো ফ্লু বা টমেটো জ্বর হল একটি বিরল ভাইরাস-ঘটিত রোগ যা ত্বকে লাল রঙের ফুসকুড়ি, জ্বালা এবং ডিহাইড্রেশন সৃষ্টি করে।

এর সঙ্গে টমেটোর কী সম্পর্ক?

টমেটোর সঙ্গে এই সংক্রমণের কোনও সম্পর্ক নেই। তবে এই রোগে সংক্রমিত হলে ত্বকে লালচে ফোস্কা পড়ে। তাই সেখান থেকে এর নাম হয়েছে টমেটো জ্বর বা টমেটো ফ্লু। এটি পাঁচ বছরের কম বয়সি শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়াতে পারে বলে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে। 

টমেটো জ্বরের লক্ষণ

ফুসকুড়ি এবং ত্বকের জ্বালা ছাড়াও, এখানে ভাইরাল রোগের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। লক্ষ্য করা গিয়েছে এটিতে সংক্রমিত হলে:

মাত্রাতিরিক্ত জ্বর হয়

শরীরের নানা জায়গায় ব্যথা হতে পারে

জয়েন্ট বা গাঁট ফুলে যেতে পারে

ডিহাইড্রেশন হয়

প্রচন্ড ক্লান্ত লাগে

কীভাবে টমেটো জ্বর বা টমেটো ফ্লু মোকাবিলা করা যায়?

শিশুর ফ্লুয়ের লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংক্রমিত শিশুকে অবশ্যই ফোস্কা চুলকানো থেকে বিরত রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। নির্দিষ্ট পরিমাণে পানি খাওয়াতে হবে। তার সঙ্গে সঠিক পরিমাণে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।